আজ কাল জানি তুমি বড় সাবধানী
আবেগ ভুলে, কথার ওজন মেপে,
বিন্দু বিন্দু চলো
হিসাব কসে, তুমি জানি বেসে ছিলে, আমায় ভালো,
আমি আলগা হওয়া সম্পর্কের দূরত্ব মাপি,
আর হাওয়ার ছোয়ায় ভাঙার ভয়ে
জলের মতো কাঁপি।
তোমার সময় ঘড়ি কাঁটা মনে চলে
আমার এলোমেলো ভাবনা গুলো খাতা
ভরে কবিতা  হয়ে ছন্দ নিয়ে খেলে।
আমার কলের গানে বন্ধ ছিড়েছে তার, তার
তোমার জয়ের সেই অহংকার আর
তোমার সফলতা
রঙিন স্বপ্নে ভারায় মনের আঁকার খাতা ।
ওদিকে  ঝোড়ো  হাওয়ায় আমি ছারখার । 
সন্ধ্যা আমার কিছু তেই হচ্ছে না পার।
রাতের কথা নাহয়, বলবো তারপর।
আমার জন্য খোলা নেই কি আর,
তোমার মনের ঘর।

১৩
মন্তব্য করতে ক্লিক করুন