ডিসেম্বরের সকাল
মানব মন্ডল
সকালে আলোর একটা গন্ধ আছে।
কুয়সার পর্দা মুছে,
শিশির বিন্দু চুমু দিয়ে জাগিয়ে তোলে সে,
কতো ভালোবেসে।
সকালে আলোটা নরম নারী মতো।
আশ্রয় দিতে জানে
করে যত্ন।
সকালের আলো
পৃথিবীর শ্বাস প্রশ্বাসে
মিশিয়ে দেয় ভালোবাসার গন্ধ।
জীবনে নিয়ে আসে ছন্দ।
কুয়সার পর্দা মুছে,
শিশির বিন্দু চুমু দিয়ে জাগিয়ে তোলে সে,
কতো ভালোবেসে।
সকালে আলোটা নরম নারী মতো।
আশ্রয় দিতে জানে
করে যত্ন।
সকালের আলো
পৃথিবীর শ্বাস প্রশ্বাসে
মিশিয়ে দেয় ভালোবাসার গন্ধ।
জীবনে নিয়ে আসে ছন্দ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন