তোমার জন্য

মানব মন্ডল মানব মন্ডল

রাত্রি মুখ বুজে সব ব্যাথা সয়ে নিয়ে
চুপচাপ চলে যায়।
কি নীরহ বিচ্ছেদ তাঁরা আর চাঁদের মাঝে।
মাঝে মাঝে  দুই জনে
দুইজনকে দেখে আড়চোখে।
পৃথিবীর সব সম্পর্ক টিকে আছে হিসাব নিকাশ কিছু লেনদেনে,
চাঁদ নক্ষত্র বিরহে দেখে পরস্পর।
আসলে এ পৃথিবীতে কেউ কারো জন্য নিঃস্বার্থ ভাবে খরচ করে না একটা শব্দ কিংবা অক্ষর।
সমুদ্রটা অনর্গল কথা বলে।
হয়তো সে পাগল বলে।
যেমন আমি পাগল তোমার জন্যে
প্রাক্তন হয়েও আজো বেঁচে আছো আমার শয়নে স্বপনে। ,
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন