মানস মন্ডল

কবিতা - বেকার ছেলে

লেখক: মানস মন্ডল

কোণঠাসা হয়ে যাওয়া বেকার ছেলেটার দিকে কেউ তাকালো না,
ইচ্ছেগুলোকে রাগের দ্বারা প্রকাশ করতে করতে সে আজ আহত,
নিকোটিনের ধোঁয়ায় ঠোঁটের নিচে কালো দাগ তাকে আরো নামিয়ে দিল,
সবার কাছে মাতাল নামে পরিচিত পেয়ে আর সে হাসতে পারল না।।

চিলেকোঠার ঘরটাতে সে সারাদিন মুখ বুজে থাকে তাকিয়ে থাকে দূরে,
কেউ তাকে পাত্তা না দিলেও অবহেলা কষ্ট তার সাথেই থাকে,
নতুন কিছু করার প্রেরণা জায়গার সম্ভাবনাটাও মুছে দিয়েছে কেউ,
ক্ষত হয়ে যাওয়া জায়গাগুলো ঘা হয়ে গেছে ব্যথা হয় খুব তবু সে চুপ।।

দিনশেষে একা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সে কি ক্লান্ত হয়?
হয় হয়ত তবুও তার ঠোঁট খেলে যায় অফুরন্ত হাসিতে,
মনে হয় না তার বুকে এত ব্যথা জমে এত কষ্ট তাকে চিরে দেয়,
সে দিব্যি বেঁচে আছে চিলেকোঠার ঘরটা আঁকড়ে ধরে এভাবেই ।।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. মনের ভেতরে রাখা অপ্রকাশিত ইচ্ছা গুলো তুলে ধরার উত্তম কবিতা। সত্যি খুব ভালো।

    1. ধন্যবাদ 🙏

মন্তব্য করতে এখানে ক্লিক করুন