মারজুক রাসেল

কবিতা - হাওয়া দেখি, বাতাস খাই

লেখক: মারজুক রাসেল

হাওয়া দেখি, বাতাস খাই;

মোরগের গান আমরা গাই–
COCK ROCK COCK
COCK ROCK COCK
COCK ROCK COCK
COCK…

হাওয়া পদ্মিনী, হাওয়া চিত্রিণী,
হাওয়া শঙ্খিনী, হাওয়া হস্তিনী–
হাওয়া–
যেদিক দিয়ে ভেসে ওঠা সেদিক ডুবে যাওয়া।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন