মারজুক রাসেল

কবিতা - ইহমৌলিক চাহিদা

মারজুক রাসেল

একগ্লাস পানি নিয়া সকাল নাশতা করে।
একটা, দুইটা শিঙ্গারায় দুপুরের পেট ভরে।
ঘুম পাইলেই রাতের আর কিছুই লাগে না–
টাকার মৃত্যু নাই;–
তারপরও তাদের বাঁচানোর জোর চেষ্টা করে প্রত্যেকে মরে গেছে।
আমিও জীবিত থাকলে উল্লিখিত লাইনগুলা ভাবতে পারতাম, লিখতে পারতাম না।

৩৯৮
মন্তব্য করতে ক্লিক করুন