যে স্কুলে ঘোড়া-কাটা পড়ানো-শেখানো হয়, সেই স্কুলে
ঘাসেরা ভর্তি হতে পারে না;–এই বেদনা অ্যানালগ–
ডিজিটাল গ্রাস-কাটারটা তার চালককে বোঝাতে পারে না–
সকালে ধার অবধারিত জেনেও রাতে নিজেদের জং
ধরাতে-ধরাতে, ভোঁতা বানাতে-বানাতে কামারশালা
ওয়ার্কশপের বিলুপ্তি কামনা করে–চিরস্থায়ী অন্ধকারের
পক্ষে চলে যাচ্ছি দেখে-দেখে কেঁচি আমাদের দিয়ে
তামাক কাটাতে-কাটাতে এই সমস্ত জানায়।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন