কবিতার নাম: মাহে রমজান*
*লেখক: এম এ সাকিব খন্দকার*
আসমানে জ্বলজ্বল চাঁদের আলো,
এলো রমজান, রহমতের ভালো।
ইবাদতের মাস, সাওমের সুখ,
আত্মা জাগে, হয় গুনাহ মুক্ত।
রোজার ভোরে সেহরির ডাক,
আল্লাহর নামে হৃদয়ে রাখ।
তিলাওয়াতে ভরে দিনরাত্রি,
তাওবার ছায়ায় ঢেকে যায় পাপত্রি।
ইফতারে ঝরে প্রেমের ধারা,
আল্লাহর রহমত নামে ধারা।
সবর আর শোকর, দোয়ার মহিমা,
মাহে রমজান—জীবনের নূরের সীমা।
লাইলাতুল কদর এক রহস্য রাত,
হাজার মাসের চেয়ে বরকতের ভাত।
ফিরে ফিরে আসে এই মাস পবিত্র,
জীবনের খাতা হোক গুনাহ মুক্ত।
সাকিবের কলমে হৃদয়ের আর্তি,
মাহে রমজান—আল্লাহর পক্ষ হতে গরিবের পাঁটি।
আসুন সবাই তাকওয়া গড়ে তুলি,
এই মাসেই হোক জান্নাতের খুলি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন