কবিতা - স্বপ্ন ফুল

মাশরুফ হাসান
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ বিবিধ কবিতা, স্মৃতিচারণ

অসমাপ্ত একটি জীবন —
সফল না হয়ে কাছে টানে মরণ।
একটি একটি ফুল ফুটে —
আর হাজারটা কাঁটা বিঁধে।
যাপিত সময়কে রূদ্ধ করে —
থমকে যায় আঁধারের তরে।
ফুল ফুল ডেকে ডুবে যায়—
মৃত্যু তবু অনেক দূরে যায়।
তবে ক্ষণিক স্বপ্নকে কে গড়ল!
কার জন্য জীবন পুড়ল!

পরে পড়বো
১৭৩
মন্তব্য করতে ক্লিক করুন