সেই তুমি
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
চোখ দুটি তার কাজল কালো
চাদের মতো রুপ.
পাগল করা হাসি যেন
মায়ায় ভরা মুখ.
মধুর মতো মিষ্টি কন্ঠ
শুনতে লাগে ভালো.
হার মেনে যায় তার কাছে যে
চাদের জ্যোসৎনা আলো.
এত দেখি তবু যেন
ভরে নাকো মন.
হয়তো সে আজ অন্য কারো
হয়েছে আপনজন.
চাদের মতো রুপ.
পাগল করা হাসি যেন
মায়ায় ভরা মুখ.
মধুর মতো মিষ্টি কন্ঠ
শুনতে লাগে ভালো.
হার মেনে যায় তার কাছে যে
চাদের জ্যোসৎনা আলো.
এত দেখি তবু যেন
ভরে নাকো মন.
হয়তো সে আজ অন্য কারো
হয়েছে আপনজন.
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন