কবিতা - তুমি মানুষ নয় মোঃ মাহিম খান সাম্য-জীবনমুখী কবিতা তুমি মানুষ তবে কাঁদছে মানুষ তোমার পাশে। তুমি কি যাওনি তাকে একটু দেখিবারে? তুমি খাচ্ছো ভুঁড়ি ভরে সে তো পায় না খাবার। তুমি দেখেছো কি তাকে সে ক্ষুধায় মরে? তুমি যাচ্ছো চলে তাকে মুখ ফিরিয়ে। তুমি ভেবেছো কি তাকে সে কোথায় যাবে? ♥ ০ পরে পড়বো ১৭৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন