বিশ্ববাসীর কাছে সবার সেরা
আমাদের এই সোনার দেশ।
সবুজ-সুফলা শস্য দিয়ে ঘেরা
রূপের যে তার নেই শেষ।।

নদী মাতৃক দেশ আমার
নদী ভরা আছে জল।
ষড়ঋতুর দেশ বলে কথা
বারো মাসে ফলে বাহারি রকমের ফল।।

আমার দেশে কৃষকের ঘরে ঘরে আছে
গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান।
রাখাল ছেলে বাজায় বাঁশি
সুরে সুরে গাই ভাটিয়ালি গান।।

চাকমা, মারমা আর উপজাতিতে
আমার সোনার দেশ সেরা।
পশু-পাখি, গাছ-পালা, আরো
ফুলের সমারোহে আছে ঘেরা।

পাহাড়-পর্বত, নদ-নদী
বন-জঞ্জল কিংবা অরণ্য
পৃথিবীর সব দেশের চেয়ে
আমার সোনার দেশ অন্যান্য।।

পরে পড়বো
৩৬
মন্তব্য করতে ক্লিক করুন