মোঃ মুকিত ইসলাম

কবিতা - হামদ

মোঃ মুকিত ইসলাম
শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ধর্মীয় কবিতা

বিসমিল্লাহ বলে শুরু করি প্রভুর নামে,
যাঁর পরিচয় পেলাম মোরা কুরআন কালামে।
কিভাবে আজ করিবো তোঁমার গুনগান?
নামটি যে হয় তোঁমার রহিম – রহমান।।

তুঁমিতো মহা মহিম সর্বশক্তিমান,
মোদের করেছো তুঁমি অসংখ্য নিয়ামত দান।
মানব জাতি আজ যে রাখে না তোঁমার প্রতি দৃষ্টি,
তোঁমার ইবাদত করার জন্য যাদের করেছো সৃষ্টি।।

এসো ভাই আজ সবাই মিলে দ্বীনের পথে চলি,
কুরআন কালাম মেনে সর্বদা সত্য কথা বলি।
প্রতিদিন যেন মোরা পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ,
আজানের ধ্বনি শুনে ছেড়ে দিই যেন সব কাজ।।

কত সুন্দর পৃথিবী তুঁমি মোদের জন্য করেছো সৃজন,
চারিদিকে নিয়ামত দিয়ে যেন ভরে গেছে ভূবণ।
ইসলামের ৫টি স্তম্ভ ইমান,সালাত,সাওম,হজ,যাকাত,
পাপ-পূণ্যের জন্য সৃষ্টি করেছো তুঁমি জাহান্নাম ও জান্নাত।।

অসীম ক্ষমতার অধিকারী তুঁমি তুলনা তোঁমার নাই
আমরা তোঁমার পাপি বান্দা বারে বারে সাহায্য চাই।
তুঁমি বিনা মোরা আজ অসহায়,
তাইতো মোরা তোঁমার কাছে আশ্রয় চাই।।

তুঁমি সবগুণের আধার পরম দয়াময়,
তোঁমার গুণের অধিকারী তুঁমি ছাড়া কেউ নয়।
তুঁমি মোদের আশা,ভরসা তুঁমিই সব,
তুঁমিতো মোদের পালনকর্তা, তুঁমিতো মোদের রব।।

পরে পড়বো
৪১
মন্তব্য করতে ক্লিক করুন