ওহে মানব, ভুলো না আজ পৃথিবীর চাকচিক্যে,
একদিন তোমাকেও হবে যে মরিতে।
আজ তুমি ভুলে গেছো খোদাকে করতে স্মরণ,
একদিন আজরাইল তোমার আনবে মৃত্যুবরণ।।

এই দুনিয়ায় কেউ নয় কারও আপন,
মরে গেলে সকলে তোমায় করবে দাফন।
এই জীবন কেবলমাত্র ক্ষণিকের জন্য,
একদিন সকলকেই হতে হবে খোদার স্মরণাপন্ন।।

ক্ষুদ্র এই জীবনে যতই কাটাও সুখ-স্বাচ্ছন্দ্য,
কুরআন-কালাম বলে — মৃত্যু অবধারিত সকলের জন্য।
আজ পরছো তুমি ভাই রঙ-বেরঙের কাপড়,
দিনশেষে পড়তে হবে তোমায় সাদা কাফনের চাদর।।

আজ যদি তুমি করো আল্লাহ তায়ালার কাম,
পরকালে আপন হবে তোমার কুরআন-কালাম।
কী হবে এতো অর্থ-সম্পদ অর্জন করে?
শূন্য হাতে পারি দিতে হবে, সবকিছু ছেড়ে।।

কী হবে ভাই, এতো হিংসা, অহংকার করে?
ডাক পড়লে যেতে হবে অন্ধকার কবরে।
ছাড়তে হবে একদিন ধন-সম্পদ, বাড়িঘর
সেদিন কেবল আপন হবে — তোমার সেই কবর।

৪৫
মন্তব্য করতে ক্লিক করুন