তোমারি আগমনে ধন্য
আরবের মরুভূমি।
তোমারি ছোঁয়া পেয়ে
জীবন খানি হলো দামি।।
আল্লাহর আরশের ছায়তল
হতে এলে উদয়াচলে।
জ্বালিয়ে ইসলামের বাতি
মা আমিনারই কোলে।
আরবভূমিতে কেটে গেলো
আধার অমানিষা।
মানব জাতি পেলো খুঁজে
সঠিক পথের দিশা।।
তোমারি পরশপাথর পেয়ে
নিষ্পাপ ফেরেস্তাকূল।
মানব জাতির পয়গাম্বর
হে মুহাম্মদ রাসুল।।
১২ ই রবিউল দিনে
পুলকিত দো-জাহানে।
তোমারি নূরে সৃষ্টি মসগুল
হে মুহাম্মদ রাসুল।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন