মা, বাবা, ভাই, বোন, স্ত্রী সন্তান
সব নিয়ে আমাদের পরিবার।
রক্তের এমন বন্ধন খুঁজে পাবে না
তুমি পৃথিবীর কোথাও আর।।

সবাই মোরা থাকি একসাথে মিলেমিশে
বিপদে-আপদে পাশে দাঁড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে।
পরিবার মানে একটি পবিত্র হৃদয়ের বন্ধন
এক সুতোতে গাঁথা সকলের জীবন।।

পরিবার হলো বেঁচে থাকার সেই তরুছায়া
ছিন্ন করা যাবে না কভু এই রক্তের মায়া।
বিপদে তুমি যখন নিজেকে ভাবো অসহায়
নিঃস্বার্থ ভাবে তখন পরিবার পাশে এসে দাঁড়ায়।।

মা-বাবা, ভাই-বোন, থাকলে পাশে
জীবনে হয় না কোনো কিছুর অভাব।
পরিবারের শিক্ষা পাল্টে দেবে
তোমার চরিত্র – স্বভাব।

পরিবার তোমায় দেখাতে পারে জীবনের আলো
মুছে দিতে পারে তারাই জগতের সব কালো।
পরিবার তোমায় খুলে দিতে পারে সফলতার দুয়ার
ভালোবাসার আরেক নাম হলো পরিবার।।

পরে পড়বো
৫২
মন্তব্য করতে ক্লিক করুন