পুরুষ তুমি টাকার মেশিন
রোজ করো টাকা ইনকাম।
যতই ভাবো স্ত্রী সন্তানকে আপন
কেউ দেবে না কভু তোমায় দাম।।

মাথার ঘাম পায়ে ফেলে
গড়ছো তুমি আজ সংসার, ভিটা।
অক্লান্ত পরিশ্রম করে তোমায়
বয়তে হবে মায়ের সুখের চিতা।।

হাড়ভাঙা খাটুনি করো তুমি রোজ
কি খেয়েছো নিবে না কেউ খোঁজ।
তবুও তুমি কখনো হও নি ক্লান্ত
নীরব জীবন পালন করেছো অনন্ত।।

ভিতরটা ভরা তোমার এক
সমুদ্র বেদনার ঢেউ।
নীরবে কেঁদেছো তুমি
বুঝে নি তোমাকে কেউ।।

সব ভুলে দায়িত্ব, ভালোবাসা
দিয়েছো তুমি অগণন।
সত্যি পুরুষ তুমিই হলে ত্যাগী
মহিমার এক অদম্য জীবন।।

২৭
মন্তব্য করতে ক্লিক করুন