খোদার গোলাম, লাখো মুমিনের প্রাণের শহর গাজা,
তিলে তিলে সব ধ্বংস করে ভেবেছো তোমরা রাজা?
মুমিনদেরকে হত্যা করতে বুকে মেরেছো তীর,
বিচার দিনে দেখবে সবাই, তোমরা কেমন বীর।
অস্ত্র হাতে যুদ্ধ করে, কেড়ে নিতে চাও সব?
গাজাবাসীকে রক্ষা করবেন আমার মহান রব।
মুমিনদেরকে ধ্বংস করতে, চালাও যুদ্ধবিমান?
মরার ভয় করে না তারা, শক্ত তাদের ঈমান।
অস্ত্র হাতে যুদ্ধ করে ভেবেছো সব শেষ?
শেষ হবে না, শেষ হবে না, মুমিন আছে বেশ।
যতই তোমরা যুদ্ধ কর, বিজয় মুমিনদের!
পার পাবে না তোমরা কেউ, খোদার বিচারের।
যুদ্ধের ময়দানে মুমিন করে না কোনো ভয়,
মনে রেখো, লড়াই করে ছিনিয়ে আনবে জয়।
কিসের আশায় যুদ্ধ করে, কাদের দেখাও ভয়?
আজ নয়তো কাল হবে, হবেই গাজার জয়।

মন্তব্য করতে ক্লিক করুন