মোঃ রাঈদুল ইসলাম

কবিতা - খুনি হইয়া গুণী

মোঃ রাঈদুল ইসলাম
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

তোমার কত গুণ পাষাণী তোমার কত গুণ।
মোরে তুমি ভালোবাসিয়া যতনে করিলা খুন।

আমি ছিলেম সরল সোজা তুমি ছিলে চতুর।
পিরিত জালে প্যাঁচ মারিয়া পাঠাইয়াছো সদূর।

মুই যে গরিব তুমি যে ধনী ইহাইতো মোর দোষ।
নীরবে মোরে খুন করিয়া নিলা নাহি খোঁজ।

শত স্বপ্নের কথা বলিয়া দিয়েছিলে আশা।
সত্যিই তো মিথ্যা ছিল তোমার ভালোবাসা।

সরল পাইয়া খুন করিয়া মন খুলিয়া হাসো।
হাটে-ঘাটে বলিয়া বেড়াও বড্ড ভালোবাসো।

পরান কাড়িয়া খুন করিয়া মোরে করিলা লাশ।
এত বড় খুনি হইয়া পাইয়াছো স্বর্গবাস।

তোমার কত গুণ পাষাণী তোমার কত গুণ।
মোরে তুমি ভালোবাসিয়া যতনে করিলা খুন।

পরে পড়বো
৫৮
মন্তব্য করতে ক্লিক করুন