মোঃ রাঈদুল ইসলাম

কবিতা - মনোহরিণীর বিয়ে

মোঃ রাঈদুল ইসলাম
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, প্রেমের কবিতা

মনোহরিণী বই পড়ছে নয়নদৃষ্টি দিয়ে।
বইয়ের পাতায় লেখা ছিল, মেঘ-বৃষ্টির বিয়ে।

মনমগ্নে মনোহরিণীর মেঘের সাথে কথা:
আমি যদি বৃষ্টি হই, পাবো কি মেঘের দেখা?

মেঘ বলছে, তবে কি তুমি, আমায় নিয়ে ভাবো?
মনোহরিণী মেঘকে বললো, ভেবে কি তোমায় পাবো?

মেঘ বলছে, জানো কি তুমি, কত সুন্দর হাসো!
মনোহরিণী মেঘকে বললো, হাসি ভালোবাসো?

মেঘ বলছে, আমার গল্পে বৃষ্টি হয়ে এসো।
মনোহরিণী বলে উঠলো, আমায় ভালোবাসো?

মেঘ বলছে, একটু আমার চোখে রাখো চোখ।
মনোহরিণী লাজুক কন্ঠে, প্রেমটুকু তো হোক।

মেঘ বলছে, যদি তোমায় বলি ভালোবাসি।
মনোহরিণী মেঘকে বললো, একটু কাছে আসি?

মেঘ বলছে, আজ বোধহয় ফুটলো বিয়ের ফুল।
মনোহরিণী বলেই দিলো, কবুল, কবুল, কবুল।

পরে পড়বো
৬১
মন্তব্য করতে ক্লিক করুন