“আত্মসম্মানের নাম”
এই পৃথিবী কঠিন বটে, সোজা পথে চলে না,
ভালো মানুষ ঠকে যেথায়, সহনশীলতা চলে না।
নরম কথায়, কোমল মনে, কে বা বোঝে ব্যথা?
জবাব দিলে মুখের ওপর, তখন মেলে কথা।
অতিরিক্ত ভদ্রতা যে ডেকে আনে লাঞ্ছনা,
ঘাড়ে চেপে খায় সকলে, দেয় না সান্ত্বনা।
অভদ্র বলুক লোকজন, হোক না কটু বাণী,
আত্মসম্মান রক্ষার পথেই আসল জীবনের মানি।
গর্বিত বলুক যে যত, দম্ভ বলে দিক,
নিজের সম্মান বজায় রাখ, তাতেই থাকে ঠিক।
সবাই তো নয় আপনজন, বুঝে চলতে হয়,
যার যেমন চরিত্র দেখি, তারে তেমন সয়।
নিজের মনের দাম রাখিস, করিস না কোনো ভয়,
ভালো থেকেও সম্মান নিয়ে বাঁচাটাই যে জয়।
শান্ত মানুষ পিষে ফেলে এই দুনিয়ার কূট লোক,
উচিত কথাই উচ্চারণে থেমে যায় তাদের শোক।
বল যদি মুখের ওপর, “আর নয় অবহেলা!”
তখন বুঝবে, আত্মসম্মান — সবচেয়ে বড়েলা।
মন্তব্য করতে ক্লিক করুন