“মাটির ডাক”
মাটির ডাক শোনো, হৃদয় ভরে,
ফিরে যাই আবার গ্রাম্য ঘরে।
স্বপ্ন বুনে চাষার হাতে,
জীবন জাগে ধানের মাঠে।
বৃষ্টির ছোঁয়ায় সোনালি রঙ,
ভালোবাসায় বাঁধা প্রতিটি ঢঙ।
ঘামের ফোঁটা গান হয়ে যায়,
মাটির টানে মন ভেসে যায়।
ভুলে যেও না সেই গ্রামের গান,
যেখানে লুকিয়ে আছে প্রাণ।
ধরা মাটি, নদীর স্রোত,
আমার গানেই জাগুক নতুন রোদ।
খুবই মারাত্মক কবিতা লিখেছেন “কবি মোঃ রিয়াজ খান”