কবিতা - •••❝ঘুমাও তুমি জান❞•••✍️#আজাদী_রুদ্র_দোহা।🪶(ছদ্মনাম) ঘুমাও

শামছুদ্দোহা সাব্বির
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ স্মৃতিচারণ

••••••••••••❝ঘুমাও তুমি জান❞••••••••••••
✍️#আজাদী_রুদ্র_দোহা।🪶(ছদ্মনাম)

ঘুমাও তুমি জান, শ্রী সুপ্তিতে প্রিয় জান,
ঘুমাও তুমি জান ‘তুমি হীন ছটফটে প্রাণ॥
ঘুমাও তুমি জান পাখি❞
ঘুমাও তুমি প্রেম সখি॥
ঘুমাও- হে তমা, হে প্রেমা তুমি ঘুমাও,
ঘুমাও, হে জান – মন ধারে কেনো হ্ম্যাপাও?……..

ঘুমাও তুমি জান, আশায় বেহাত মন আমার,
ঘুমাও তুমি জান, নিঁদ পূর্ণতা পাক তোমার॥
ঘুমাও তুমি জান আরো❞
ঘুমাও তুমি নিঁদ পাড়ো……
ঘুমাও তুমি জান, আজ ঘুমাও কার কোলে?…..
ঘুমাও তুমি ‘প্রেম হীন’ আমার আঁখি টলমলে…………

ঘুমাও তুমি জান, আজ ঘুমাও কার সাথে,
ঘুমাও তুমি জান,সুপ্তি কার পালকির রথে!!
ঘুমাও তুমি,হে প্রেমা❞
ঘুমাও তুমি, হে তমা॥
ঘুমাও তুমি জান, কে বুঝিবে মন বেদন!!
ঘুমাও তুমি জান, রোজ নিশায় আমার ক্রন্দন……….

ঘুমাও তুমি জান, তোমাকে ডাকবো নাকো আর।
ঘুমাও তুমি জান, প্রেমহীন মন পুড়ে ছারখার।
ঘুমাও তুমি -হে বালা❞
ঘুমাও জান নিঁদ কোকিলা॥
ঘুমাও তুমি জান, নিঁদে আজ প্রেম বালিকা,
ঘুমাও তুমি জান, নিঁদ মওে আজ মাসুকা॥

ঘুমাও তুমি জান, প্রেমিক তো আজ প্রেমাতাল,
ঘুমাও তুমি জান, বিষাদ মও ব্যোম পাতাল॥
ঘুমাও তুমি দ্যু মনে❞
ঘুমাও তুমি কার সনে॥
ঘুমাও তুমি জান, প্রেম কচু পাতার পানি,
ঘুমাও তুমি জান,প্রেমিক চোখে আজ ছানি॥

••••••••••••❝ঘুমাও তুমি জান❞••••••••••••
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
(“ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন”)
•••••••••••••••••••••••••••••••••••••••••
✍️ Md Samsud Doha Sabbir……
✍️#আজাদী_রুদ্র_দোহা।🪶(ছদ্মনাম)✍️#কাল_রুদ্র।🪶(ছদ্মনাম)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
»»✍রচনাকাল✒ ০৭/০৮/২০২৪«««

পরে পড়বো
৪৩৬
মন্তব্য করতে ক্লিক করুন