ওগো মহারানি,
তোমার ওই হরিণ-চোখের বাঁকে
আজন্ম এক প্রেমিক দেখো পথ চেয়ে থাকে।
কাজল-কালো আঁখির তারায় কী মন্ত্র লেখা,
সর্বনাশা সেই চাহনিতে বদলে গেছে ভাগ্যরেখা।
মাটি ছুঁয়ে যায় তোমার ওই মেঘবরণ চুল,
যেন শ্রাবণের ঘন কালো মেঘ।
পায়ে পায়ে জড়িয়ে ধরে পথের ধূলিকণা,
ওই চুলেতেই আটকে আছে আমার দিনগোনা।
তোমার ওই ঠোঁটের কোণে মুক্তো ঝরা হাসি,
তার টানেই তো আমি বারংবার ফিরে আসি।
বুকের গহীনে কত কথা, অব্যক্ত হাহাকার,
একবার যদি তুমি বুঝতে।
পলকহীন যত্নে আমি আগলে রাখতাম বুকে,
পৃথিবীর সব সুখ দিতাম তোমারই দুঃখে।
জানি তুমি সব বোঝো, তবু থাকো বহুদূরে,
ইচ্ছে করেই ভাসাও আমায় অবহেলার সুরে।
তবুও তুমিই আমার সাম্রাজ্য, তুমিই মহারানি,
তোমার কাছে তুচ্ছ সব রাজত্ব আর গ্লানি।
শুধু এক চিলতে ভালোবাসা দাও, ওগো মায়াবতী,
তোমার জন্য উল্টে দেব এই পৃথিবীর গতি।
জগতের সাথে লড়তে পারি, বাজি রাখতে প্রাণ,
যদি একবার শুধু গাও তুমি ভালোবাসার গান।
– ৩ জানুয়ারি, ২০২৬।
– আতিকুর রহমান অন্তর।

মন্তব্য করতে ক্লিক করুন