বেলাশেষে

বেলাশেষ বেলাশেষ
তরণীরে কর পার,
ফেলি দীর্ঘতর নিশ্বাস
বক্ষে বাঁধিয়া আশ্বাস
মাঝি আজি তুমি ধর দ্বার
অভ্রভেদীয়া তরণীরে কর পার।

অস্ত ইন্দ্র অস্তাচলে
দার টেনে যাও মনোবলে
ক্ষীণ আশাদ্বীপ কেনো
জ্বালাইয়া ধর হেন
হৃদয় মাঝার!
মিলিছে আশার আলো
কিরণ হাজার।

ক্ষিণ তনু তন্বী নদী
নাহি পারি দিবে যদি
কেন তবে ধরিলে হাল
তুলিলে পাল, দেখাইলে
মধুর হাসি নিরবোধী।

কেন বল ছাড়িলে ঘাট
ছাড়িবে যদি হাত হঠাত্ !
ডুবাইবে তরী তুমি নিরাশার জলে।
কেন বক্ষে বাঁধিলে পাষানের ভার
প্রণয়ের ছলে।
নিদ্রা নাহি নাহি আহার
ঐ রক্তিম দিগন্তে সোনার পাহাড়।
অভ্রভেদীয়া মাঝি আজি তুমি তরণীরে কর পার।

৩৫
মন্তব্য করতে ক্লিক করুন