তুমি আর আমি ভাসিয়া আসিয়াছি এক অনন্ত কালের
ধারায়।
যেথা নিস্তব্ধ কান্না আর ধূসর অন্ধকার।
যেথা আখি থাকিয়াও সাধ্য নাহি আঁখি মেলিবার।
যেথা মনের না বলা অস্ফূট কথা সব মনেতেই হারায়।
সেথা কোমোল ছেৎস্নার আলোয় অনির্বান বেদোনার উৎসব।
সেই খানে আন মনে বেজে চলে আমাদের নিস্তব্ধ
কলোরব।

জানি নক্ষত্রের আলোও একদিন বিলীন হইয়া যায়
অন্ধকারের মায়ায়।
সময় ও একদিন তাহার আয়ু ফুরায়
কোনো এক অসময়।
আমাদের দোহের হৃদয়ের স্বপ্নলোকের সেই অনন্ত বন্ধন,
বহিয়া আসিয়াছে সেই পদব্রজ কাল হইতে এই যান্ত্রিক ফড়িঙের যুগে।

তবু তোমাকে হারাইবার ভয়ে কেন মিথ্যা এ ক্রন্দন
পৃথিবীর এই আশঙ্কার রোগে সময় মড়িবে ধুকে ধুকে।
পৃথিবীর ময়া যত বাধা পড়িয়া রহিবে কুহেলিকার গানে
তবু প্রেম বেঁচে রবে আমাদের মাঝে বাঁচিতে সে জানে।

১৭৭
মন্তব্য করতে ক্লিক করুন