কল্পলোকের স্বপ্ন তুমি নয়তো নিষ্ঠুর বাস্তবতা,
ফেরারী হয়ে দিন কাটে আমার সারাবেলা।
এ যেনো দীর্ঘ কারাবাস, ঘোর যাতনা;
নয়নে আমার তীব্র অপেক্ষা শুধুই প্রতিক্ষার,
রাতের অমনিবাস তাই নিত্য সঙ্গী আমার,
শতাব্দীর মহাকাব্য হয় নি এখনো শেষ!
তুমি বিনে মোর যায় কি বেলা,কাটে না রেশ।
তোমার আগমনে হয়েছে বদল ঋতুর রূপ,
আগে যা ছিলো সাদাকালো, এখন বর্ণছটা।
নয়তো এসব কল্পনা সবই তীক্ষ্ম বাস্তব,
তুমি এলে তাই আজ পুষ্প ফোটে কাননে।
চোখের আলোয় দেখেছি ঐ আবছা অবয়ব!
নয়তো তুমি শূন্য আরণ্যক,আমি আছি তাই;
পরিপূর্ণ এই সুন্দর প্রকৃতির সকল পত্র পল্লব।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন