দুঃখের অভিঘাতে
মিলন সব্যসাচী
ভেজা দু’চোখ নিই শুকিয়ে রোদের আঙিনাতে
সুখের স্বপ্ন পথ হারালো দুঃখের অভিঘাতে
ভাগ্যলিপি দগ্ধ কপাল কারো ধার ধারবো না
নিজের কাছে নিজেই হারি, ভাগ্যের কাছে হারবো না?
প্রথম প্রেমের অীভশপ্ত স্মৃতি আজও ভুলিনিতো
কুঠার হেনে কারো রুদ্ধ দুয়ার খুলিনিতো
বিষণ্ণতায় প্রতিধিনই কাটে ক্ষণটা যে
পেয়ে হারাবার বেদনায় কাঁদে কেবল মনটা যে।
মন বোঝেনি মনের মানুষ শুনলো কুমন্ত্রনা
এক জনমে মানুষ কতো সইতে পারে যন্ত্রনা
রাতের শেষে দিন চলে যায় দিনের শেষে রিক্তরাত
এই অবেলা কে বাড়াবে আমার মাথায় শিক্তহাত।
কারো করো করুনাতে কথায় যে ফোটে খই
মেঘ ঢাকা মন আকাশে পূর্ণিমার চাঁদ উঠে কই?
ফাগুন বেলার শ্রাবনের অঝর ধারার অশ্রম্নপাত
বেরী হাওয়ায় ঘুমের ঘ্রাণে মুগ্ধ মধুর শত্রুরাত।
বিধির দেওয়া দুঃখের জনম যদি বদল করা যেতো
দুঃখদগ্ধ জীবন আমার সুখের পরশ পেতো
স্বপ্নের মিথ্যে মোহে আমি কেন যে বেঁচে থাকি
জীবন এখন অস্তাচলে মরণ শুধু বাকি।
সুখের স্বপ্ন পথ হারালো দুঃখের অভিঘাতে
ভাগ্যলিপি দগ্ধ কপাল কারো ধার ধারবো না
নিজের কাছে নিজেই হারি, ভাগ্যের কাছে হারবো না?
প্রথম প্রেমের অীভশপ্ত স্মৃতি আজও ভুলিনিতো
কুঠার হেনে কারো রুদ্ধ দুয়ার খুলিনিতো
বিষণ্ণতায় প্রতিধিনই কাটে ক্ষণটা যে
পেয়ে হারাবার বেদনায় কাঁদে কেবল মনটা যে।
মন বোঝেনি মনের মানুষ শুনলো কুমন্ত্রনা
এক জনমে মানুষ কতো সইতে পারে যন্ত্রনা
রাতের শেষে দিন চলে যায় দিনের শেষে রিক্তরাত
এই অবেলা কে বাড়াবে আমার মাথায় শিক্তহাত।
কারো করো করুনাতে কথায় যে ফোটে খই
মেঘ ঢাকা মন আকাশে পূর্ণিমার চাঁদ উঠে কই?
ফাগুন বেলার শ্রাবনের অঝর ধারার অশ্রম্নপাত
বেরী হাওয়ায় ঘুমের ঘ্রাণে মুগ্ধ মধুর শত্রুরাত।
বিধির দেওয়া দুঃখের জনম যদি বদল করা যেতো
দুঃখদগ্ধ জীবন আমার সুখের পরশ পেতো
স্বপ্নের মিথ্যে মোহে আমি কেন যে বেঁচে থাকি
জীবন এখন অস্তাচলে মরণ শুধু বাকি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন