চাই চাঁদের মতো হাসতে,
চাই সূর্যের মতো জ্বলতে,
সব কিছুকে পেছনে ফেলে,
আপন মনের মতো চলতে।

চাই আকাশের মতো মন,
চাই সেই সুখের কিছুক্ষণ,
আপন মনের বিচলতা নিয়ে,
চাই আপন জীবন রচতে।

চাই প্রিয়জনকে ভালো রাখতে,
চাই নিজে ভালো থাকতে,
নিজের মতো পা পা করে,
চাই জীবনের ইতি টানতে।

২২০
মন্তব্য করতে ক্লিক করুন