জীবন সবার ধন্য হবে জ্ঞানের আলো পেলে,
ধন্য হবে মানব সবাই জীবনের জয় গেলে।
পরধনে মত্ত যারা তারাই বড় বোকা,
চলার পথে হার মেনে তারাই খাবে ধোকা।
জীবন যুদ্ধে জয়ী হতে জ্ঞানের পথে এসো,
জ্ঞানের পথে গা ভাসিয়ে ইচ্ছেমতো হাসো।
জ্ঞানী হয়েও বোঝেনা যারা,
সবচেয়ে বড় দুঃখী তারা।
তাদের মত চলে মোরা অন্ধ নাহি হ‌ই।
জ্ঞানের পথই খুঁজে মোরা যেন বুঝেশুনে র‌ই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন