মোঃ মহাসিন ইসলাম

কবিতা - জীবনের তরে মুক্তি

লেখক: মোঃ মহাসিন ইসলাম

মুক্ত করে দিলাম তোরে,
চলে যা তুই অনেক দূরে,
ডাকবো না আর পেছন ফিরে,
বলবো না আর আমি তোরে,
ওগো বাসি ভালো তোমায়।

চাইবো না আর খুজতে তোমায়,
ক্ষমা করে দিও আমায়।
কইবো না আর মিষ্টি কথা,
থাকবে না সেই নীরবতা।

কইবো না আর আমি যে হাই,
আপন করে বাঁধবো তোমায়।
থাকবে না সেই স্বপ্নগুলি,
ছাই হয়েছে হয়েছে ধুলি।

নিজের মতো বাঁচবো আমি,
তোমার পথে চলবে তুমি।
আসবো না আর দাবি নিয়ে,
তোমার স্বপ্ন তোমায় ঘিরে।

আপন ছিলে অনেক বেশি,
তাইতো এখনো ভালোবাসি।
সুখে থেকো ভালো থেকো,
_______এই কামনাই করি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন