মাগো

মো: আবু মর্তুজা মো: আবু মর্তুজা

আমার জন্য কইরো দোয়া
পাঁচ নামাজের শেষে,
খোদার কাছে চাইয়ো মাগো
ছেলে সুস্থ যেন থাকে,
সুখের জন্য বইছি তরী
বইছি সকাল সাজে,
তোমার জন্য আনবো মাগো
তোমার যা যা লাগে-
রঙ্গ বে রঙ্গের জামা কাপড়
যত রকম সাজ,
ফল-ফলা দি, দই মিষ্টি
খেতে যা যা চাস,
করেছো অনেক কষ্ট মাগো
ঝড়িয়েছো অনেক ঘাম,
এবার আমি চাই গো দিতে
যোগ্য তোমার দাম,
জীবন অনেক কঠিন মাগো
জেনেছি আমি আজ
ক্লান্ত দেহ ক্লান্তিতে সব
হয় যে অবসাদ,
দিনে দিনে সবই কেমন
জটিল হয়ে আসে,
জীবনটা অনেক রঙ্গিন ছিল
তোমার আঁচল তলে,
স্বপ্নে বিভোর দিন গুলো মা
কোথায় গেল চলে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন