শুনিতে কি পাও, কান পেতে ঐ প্রবল মরুৎ-তর্জন?
ধুম্র-মেঘের শাণিত তড়িৎ, পারাবার বুকে, গর্জন?
এদেরই সাথে মিশেছে তাঁদের অফুরান প্রাণ-শক্তি,
স্বতন্ত্রতার সৈনিক যাঁরা, মননেতে দেশভক্তি!
লোহিত মূল্যে দেশ-মৃত্তিকা করেছেন তাঁরা স্বাধীন,
মুক্ত হয়েছে আকাশ, বাতাস… নয় আর পরাধীন!
গগন চুমেছে তেরঙ্গা ধ্বজা, মথিত হয়েছে বার্তা,
শৃঙ্খল ভেঙে ভারত মাতা লভিয়াছে নিজ সত্ত্বা!
আজি এই ক্ষণে উদিছে ভারত নব এক কলেবরে,
এগিয়ে চলাই জীবনের মানে – দেখাইবে বিশ্বেরে,
অসনে, বসনে, সকল ক্ষেত্রে করিবে নিজেরে স্থাপন,
ভারত আবার, জগৎ সভায়, লভিবে শ্রেষ্ঠ আসন।।
ভারত আমার, জগৎ সভায়, লবে সে শ্রেষ্ঠ আসন।

মন্তব্য করতে ক্লিক করুন