মুহম্মদ জাফর ইকবাল

কবিতা - না

লেখক: মুহম্মদ জাফর ইকবাল
ধরণ: ছড়া

কিছুতেই রাজি নয় বল বাবাজি
নারাজি নারাজি নারাজি।
হাত থেকে দান নেই বল দেখি চান
নাদান নাদান নাদান।
কোনভাবে খুশি নয় বল চেপে রোশ
নাখোশ নাখোশ নাখোশ।
একেবারে পাক নয় বল দিয়ে হাঁক
নাপাক নাপাক নাপাক।
কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোর
নাছোড় নাছোড় নাছোড়।
এতটুকু টক নয় বল ঠকাঠক
নাটক নাটক নাটক।

(বেকুবের ধাড়ী দেখি! কী বলে এসব?)

২৪৬
মন্তব্য করতে ক্লিক করুন