শেষ বেলাতে
মোহাম্মদ মুছা
আমি আর স্বপ্ন বসত যোজন দূরে
ছাল খানা ফোটো তাই জোছনা উকিঁ দেয় ঘরে,
হাসিটা তোর ছিল, অনুভব আমার
দায় তাই কাঁদে নিলাম একান্ত আপনার;
ঝড়-তুফান, সুনামি-সিড়র ভাঙ্গেনি ঘর
তুমি তোমার অহমিকায় লন্ড-ভন্ড আমার অন্তর;
ঘর পর দরে দর আপন কারাগার
ভালো লাগাতে ভালোবাসাতে সব চারকার
আমি যদি ভূল ; তোমায় চাওয়াতে
গোধুলির কেন সংজ্ঞা শেষ বেলাতে
ভালো থাকার মিছিলে আছি ছদ্মবেশে
বিষাক্ত নীল বেদনা দেখেনা কেহ আবৃত খোলসে,
ছাল খানা ফোটো তাই জোছনা উকিঁ দেয় ঘরে,
হাসিটা তোর ছিল, অনুভব আমার
দায় তাই কাঁদে নিলাম একান্ত আপনার;
ঝড়-তুফান, সুনামি-সিড়র ভাঙ্গেনি ঘর
তুমি তোমার অহমিকায় লন্ড-ভন্ড আমার অন্তর;
ঘর পর দরে দর আপন কারাগার
ভালো লাগাতে ভালোবাসাতে সব চারকার
আমি যদি ভূল ; তোমায় চাওয়াতে
গোধুলির কেন সংজ্ঞা শেষ বেলাতে
ভালো থাকার মিছিলে আছি ছদ্মবেশে
বিষাক্ত নীল বেদনা দেখেনা কেহ আবৃত খোলসে,
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন