তোমার পরশ পেয়ে মনে
আমার সুখের দোলা ;
তোমার ভাবনা ভাবতে ভাবতে
হয়ছি আত্মভোলা ;
তুমি আমার সুখের প্রদীপ
আঁধার ঘরের আলো ;
তোমায় ছাড়া কোনো কিছু
লাগে না আর ভালো।
আমার আকাশ নীলিমায়ে
তুমিই ধ্রুব তাঁরা ;
ভালোবাসা পেয়ে তোমার
আমি আত্মহারা।
বুকে নিয়ে স্বপ্ন আশা
বাধবো সুখের এক ঘর;
মনে ঘরে রাখছি তোমায়
নিতে পারবে না ঝড়।
তুমি যদি পাশে থাকো
দুখে দিবো হাসি ;
তুমি যদি যাও গো ছাড়ি
গলে নিবো ফাঁসি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন