আযানের ধ্বনি

মোঃ শামীম হোসেন মোঃ শামীম হোসেন

ভোর প্রভাতে শুনি যখন ;
মুয়াজ্জিনের আযানের ধ্বনি।
বিছানায় কবু রহেনা মন ;
আনমনে মসজিদ পানে ছুটি।

পবিত্র শরীর কাপড় পবিত্র মনে ;
সালাত আদায় করি জামাতে।
সালাত শেষে মোনাজাতে চাই ;
পানা দয়াময় স্রষ্টার তরে।

চলতে পারি যেন সদা সর্বদা ;
দ্বীনের পথে পথিক হয়ে।
ইসলাম সর্ব শান্তি সমৃদ্ধি ধর্ম ;
দূরে রাখে পাপাচার থেকে।

যতো আসুক জীবনে বাঁধা বিপত্তি ;
অবিচ্ছেদ্য থাকবো দ্বীনের পথে।
বিধি বিধানে করতে জীবন ধন্য ;
স্রষ্টার ভয়ভীতি মনে গেঁথে।

রচনা কাল :- ০৮.০৩.২৪ ইং।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন