মোঃ পাগলা শামীম

কবিতা - বিবাহ বার্ষিক

মোঃ পাগলা শামীম
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ স্মৃতিচারণ

বিবাহের সেই মুহুর্তটা
আসে না আর ফিরে ;
বছর সালে উদযাপিত
তারিখ টাকে ঘিরে।

আনন্দের ঐ মুহূর্তটা
ফিরে পেতে মন চাই ;
প্রতি বছর উদযাপনে
তৃপ্তি হৃদে যে পাই।

মনে পরে প্রথম স্মৃতি
প্রথম দিনে দর্শন ;
পরিচিত ছিলো নারে
হলো কেমন আপন।

ভিন্ন ভিন্ন দুটি মানুষ
এক বন্ধনে জোড়া ;
প্রিয় নবীর কলমার গুনে
আপন হলাম মোরা।

তাই বিবাহ বার্ষিক এলে
মনে প্রেম প্রেম জাগে ;
সুখের সংসার গঠিত হয়
দুটি মনের ত্যাগে।

পরে পড়বো
২৬৪
মন্তব্য করতে ক্লিক করুন