বহুরূপী মানুষ ধরায়
ভিন্ন ভিন্ন কর্ম ;
একই মায়ের গর্ভদেশে
এলাম নিয়ে জন্ম।
একই মায়ের দুগ্ধ খেয়ে
পরিপুষ্ট দেহ ;
ধ্যানে জ্ঞানে সৎ কর্মে কেউ
অসৎ পথে কেহ।
একই মায়ের দুটি সন্তান
ভিন্ন পথে চলে ;
এমন কেনো নিয়তির খেল্
এমন কিসের ফলে।
একই ভাবে লালিত ভাই
চলে ডানে বামে ;
অসৎ কর্মে উসকানি দেয়
শয়তান পেলে চামে।
মানুষ হয়ে বোঝে না যে
নিজের ভালো মন্দ ;
অবশেষে হারায় পেলে
শান্তি সুখের ছন্দ।
মন্তব্য করতে ক্লিক করুন