-:ইসলামি গান:-
কাবার পানে সিজদাহ্ দিলে
সালাত আদায় না হয় ;
ভক্ত শীর্ষ্য বলি যে তোমায়
সালাত আদায় না হয়।
বাজান সালাত আদায় না হয়
বাজান;কুরআন হাদিসে কয় ||
দেহ কানায় ময়লা থাকলে
সে সালাতে সওয়াব না হয় ;
বাজান শুনে রাখ কানটা খুলে
সে সালাতে সওয়াব না হয়।
এটা আল্লাহ পাকে বাণী
বাজান;কুরআন হাদিসে কয় ||
জুয়া খেলে ;সুদ-ঘুস খেয়ে
মসজিদ গিয়ে মাথা ঠুকে ;
সারা জীবন নামাজ পড়ে
প্রভু আল্লাহ্ জপে মুখে।
সালাত আদায় না হয়
বাজান;কুরআন হাদিসে কয় ||
ষড়রিপুর দাসত্বে শিকার হয়ে
দৃষ্টি লালস দৃষ্টি পাতে;
দিবস নিশি ভোগ বিলাস
আর অপকর্মে থেকে সাথে।
সালাত আদায় না হয়
বাজান;কুরআন হাদিসের কয় ||
কাবার পানে সিজদাহ্ দিলে
সালাত আদায় না হয় ;
ভক্ত শীর্ষ্য বলি যে তোমায়
সালাত আদায় না হয়।
বাজান সালাত আদায় না হয়
বাজান;কুরআন হাদিসে কয় ||
মন্তব্য করতে এখানে ক্লিক করুন