কলম

এম.এস নাজমুছাবির শামীম এম.এস নাজমুছাবির শামীম

কলম হচ্ছে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্রব্য।
শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কর্ম ক্ষেত্র।
কলম দ্বারা লেখা গদ্য পদ্য কাব্যগ্রন্ত।
সে কলম অপকর্মে ব্যাবহার অফুরন্ত।
কলমের নাই কোন নিজস্ব চালিকাশক্তি।
ব্যাবহার করে যে চলে তার গতিবিধি।

কলমের কি স্বার্ধ আছে করিবার অনন্যায়।
অনন্যায় তো তারাই করে কলম যারা চালায়।
মুর্খ্য লোকের হাতে কলম থাকলে ব্যাবহার কি হয়।
শিক্ষিত লোক কলমের খোঁচায় কালো টাকা কামাই।

দূর্নীতি অনৈতিক অরাজকতা কলমে উপস্থিতি।
কলমের কেনো দোষ নয়তো সে নির্দোষী।
কলমের কি শক্তি আছে করবে বাঁধা বিপত্তি।
এর হাত পিছে আছে বড়ো বড়ো শিক্ষিত দুষ্কর্মী।

কলমের খোঁচায় ছাড় পেয়ে যায় কত ঘাতক দোষী।
আবার নিরুপায় নির্দোষী হচ্ছে কারাবন্দী।
শাস্তি যাদের প্রাপ্য পায় না তারা শাস্তি।
করাণ তারা টাকাওয়ালা প্রভাবশালী।

আলেম উলায়েমার কারাদণ্ড কলম তার কারণ।
কলম দ্বারা লিখছে কেচ আটক করছে অকারণ।
এসব থেকে মুক্তি চাই শিক্ষিত সম্প্রদায়ের তরে।
কলম টাকে ব্যাবহার করুন যথাযথ কাজে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন