বিষয় :- বিরহী গান
“সুখী হবো ভেবে আমি
ভালোবেসে তারে ;
সুখের বদল দুঃখ পেলাম
কষ্ট বলি কারে ||
স্বার্থ ছাড়া ভালোবেসে
তারে পেলাম নারে ;
দুঃখই পেলাম বারে বারে
কষ্ট বলি কারে।
সুখের বদল দুঃখ পেলাম
কষ্ট বলি কারে ||
শপথ ভুলে পাষাণ প্রিয়া
গেছে আমায় ছাইরে ;
পৌছে দিয়ে মৃত্যুর দ্বারে
কষ্ট বলি কারে।
সুখের বদল দুঃখ পেলাম
কষ্ট বলি কারে ||
সুখী হবো ভেবে আমি
ভালোবেসে তারে ;
সুখের বদল দুঃখ পেলাম
কষ্ট বলি কারে ||
মন্তব্য করতে এখানে ক্লিক করুন