মোঃ পাগলা শামীম

কবিতা - অন্তরে দিয়া ধাগা

মোঃ পাগলা শামীম

🎵🎵অন্তরে দিয়া ধাগা 🎻🎻
✍️ মোঃ শামীম হোসেন ✍️
তাং :-২৩.০৯.২৫ ইং

কেমন মুর্শিদ দয়াল তুমি,
ওরে ; কেমন মুর্শিদ দয়াল তুমি__
বুঝলা নারে এই অধমের ব্যথা,
বুঝলা নারে পাগলা শামীমের ব্যাথা।
অচিন দেশে দিলা পাড়ি ; অন্তরে দিয়া ধাগা ||

একবার যদি আবার পেতাম ফিরে,
দয়াল ; একবার যদি পেতাম ফিরে।
দেখিতাম তোময় হৃদয় ভরে___
জুরাইতে সেই বিষম ব্যথা,
ও দয়াল জুরাইতে সেই ব্যথা।
অচিন দেশে দিলা পাড়ি ; অন্তরে দিয়া ধাগা ||

দাঁত থাকিতে বুঝি নাই আমি
দয়াল ; দাঁত হাবার কি জ্বালা।
হারাইয়া তোমায় নয়ন জলে কাদি,
হইয়াছি আমি নিঃশ্ব একা,
অচিন দেশে দিলা পাড়ি ; অন্তরে দিয়া ধাগা ||

কোথায় পাবো ঐ রাঙ্গা চরণ,(২)
করিবো কোথায় ভক্তি চুম্বন।
শামীম দিবারাত্রি ভাবে এই কথা,
অচিন দেশে দিলা পাড়ি ; অন্তরে দিয়া ধাগা ||

২৩.০৯.২৫ ইং।

পরে পড়বো
২৩
মন্তব্য করতে ক্লিক করুন