মোঃ পাগলা শামীম

কবিতা - পাক কুরআনের বাণী সর্বজনীন ( সুফি মরমী গান)

মোঃ পাগলা শামীম

👉 পাক কুরআনের বাণী সর্বজনীন
✍️ মোঃ শামীম হোসেন
তাং :- ২৪/০৯/২৫ ইং

না জানি কেহ পড়ো না কুরআন,
কুরআনে আছে ভেদ বিধান।
আল- কুরআনু হুজ্জাতু লাকা আও-আলাইকা,
হাদিসে খুঁজে পাই পাগলা শামীম।
ভেদ না জেনে পড়ো না কুরআন,
ওহে মুমিন মসলমান ||

অন্ধ ন্যায়ে পড়লে কুরআন,
অচিরে হারাইবে তাহার ঈমান।
পাক কুরআনের বাণী সর্বজনীন __
ভেদ না জেনে পড়ো না কুরআন,
ওহে মুমিন মুসলমান ||

ভেদ বিধান না জেনে পড়লে কুরআন,
কোথায় পাবে না তত্ত্ব জ্ঞান।
সৃষ্টি হবে তর্কবিতর্ক শান্তি হবে বিলীন___
ভেদ না জেনে পড়ো না কুরআন,
ওহে মুমিন মুসলমান ||

আল কুরআন পথ নির্দেশন,
পাইবে সেথায় আল্লাহ রাসুল দর্শন।
পাগলা শামীম কয় তত্ত্ব জানলেই,
বাজান; চরিত্র হবে শালীন।
ভেদ না জেনে পড়ো না কুরআন,
ওহে মুমিন মুসলমান ||

রচনা কাল :- ২৪/০৯/২৫ ইং।

পরে পড়বো
৭১
মন্তব্য করতে ক্লিক করুন