মানি লোকের মান নাই ভবে
মুর্খ লোকে জয় গান ;
ঈমানদারের ঈমান কারতে
চাই যে বেঈমান শয়তান।
শয়তানেরই কুমন্ত্রণায়
মানুষ সুপথ হারায় ;
ঈমান মজবুত করে মোরা
শয়তান দূরে তাড়াই।
ভালো কাজে কর্মে বাঁধা
লেগে থাকে সদা ;
অসৎ কাজে উসকানি দেই
নাইকো কোনো বাঁধা।
সমাজে ন্যায় নীতিবানের
নাইতো কোনো কদর ;
চরিত্র হীনের গায় জড়ানো
মানবতার চাদর।
এমন সমাজে বাস করি
ঈমান রাখা হয় দায় ;
নিজ হিফাজত করো সবে
করো দৃঢ় পণ ভাই।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন