মোঃ শামীম হোসেন

কবিতা - সময় যখন থমকে দাড়ায়

লেখক: মোঃ শামীম হোসেন

স্বরবৃত্ত ছন্দ মাত্রা =>৪+৪/৪+২

সময় যখন থমকে দাড়ায়
জীবন দুঃখে ভাসে ;
বন্ধু বান্ধব সবাই তখন
অট্টহাসি হাসে।

সুসময়ে সুজন মেলে
বিপদে সব হারায় ;
স্বার্থের টানে কাছে আসে ;
ফুরাই গেলে বিদায়।

টাকা কড়ি থাকলে তোমার
বন্ধু বান্ধব আপন ;
পকেট যদি থাকে ফাঁকা
খোঁজ রাখে না স্বজন।

বন্ধু নামটি খুবই মধুর
সহজ নয়তো হওয়া ;
বন্ধু মানে বিসর্জন করা
বিপদ কালে পাওয়া।

{ সমাপ্ত }
রচনা কাল :- ২৭.০২.২৪ ইং।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন