মোঃ শামীম হোসেন

কবিতা - তিস্তা নদীর বাঁধ

লেখক: মোঃ শামীম হোসেন

স্বরবৃত্ত ছন্দ মাত্রা => ৪+৪/৪+১

মুদি সরকার ছেড়ে দিছে
তিস্তা নদীর বাঁধ ;
হাসু খালার পদত্যাগে
প্রতিশোধের ফাঁদ।

জলে বানে বন্যা সৃষ্টি
ডোবে বাড়ি ঘর ;
বন্যার পানি নাগাল ছাড়া
জীবন মৃত্যু ডর।

খরা সময় ভূমি চৌচির
আটকে রাখে জল ;
বৃষ্টি দেখে ছাড়লো মুদি
সুইচ গেটের কল।

ভারতের এই চিন্তা ভাবনায়
বাংলায় নামে দুখ ;
অপর দিকে হাসু মুদি
দেখে পাই যে সুখ।

ভারত সরকার হয়তো হবে
নমরুদেরই বংশধর ;
নমরুদের ন্যায় ধ্বংস করবে
বিধ্বংসী এক ঝড়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন