অর্থ সম্পদ নেই দেখে ;
ময়লার স্থুপে ভাংরি খোটে।
ক্ষুধা নিবারণে পেটের দায়ে;
রাস্তায় রাস্তায় ঘোরে।
কাজটি দেখে লোকে তাদের ;
টোকাই বলে চেনে।
আহার নিদ্রা হয়না ঠিক মতো ;
খাবারের সন্ধানে ছোটে।
ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে ;
গাছ তলায় বসে।
দুবেলা দুমুঠো ভাত তাদের ;
কপালে নাহি জোটে।
সারা বেলান্ত ঘুরেফিরে ক্লান্ত ;
রাত্রি নীশি কালে।
ঘুমায় গাছ তলা বা পুটপথে ;
বাড়িঘর নাই বলে।
গরমে নাই ফ্যান ইয়ার কন্ডিশন ;
শীত কাটায় কম্বলে।
অসুস্থ হলে চিকিৎসার অভাবে ;
দুখে দুখে মরে।
গাড়ি বাড়ি অট্টালিকা আছে ;
তাই করিওনা বড়াই।
কাল তোমার নিতেও হতে পারে ;
বৃক্ষের তলে আশ্রয়।
তাদের তিব্র হাহাকার আত্মনাদে ;
আল্লাহর আরশ কাদে।
অসহায় প্রতি বাড়াও সাহায্যে হাত ;
শান্তি পাবে আখিরাত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন