দেখিয়াছি যখন আমি প্রথম তোমারে
হরন করিয়া তুমি লোইয়ছো আমারে।।
তব আখি মোরে করেছে বন্দি
যাহা তুলেছে মম মনে অশান্তি
বুঝিয়া গিয়াছি তখনই আমি
বাঁচিতে হইলে লাগিবে সন্ধি
তব মম হৃদ মাঝারে ।।
কিন্তু সন্ধি কি অতো সোজা
তব মনে কি রয়েছে তাহা লাগিবে বোঝা
মম মোন তো তাহা বোঝেনা
মম আখি কয় নয় সে অচেনা
চলো তবে গিয়া বলিয়া ফেলো
তব মন কথা উহারে।।
ভাবি তব বলিব বলিব কিন্তু আমি পারিনা
এহেন লাজের কারন আমি কিছুই জানিনা
জানি সুধু এটুকুই যে তব বলিতেই হইবে মন কথা
যদিবা আমি পইয়াও যাই তব দ্বারা কোনো ব্যাথা।।
বলিতে তব চাই সর্বদা মম হৃদ কথা
কিন্তু কি করি বলো
তব চোখে দেখলেই মম হৃদে যাগে ব্যাথা ।।
তব কাছে কইতে পারিনা
আবার না কইয়া থাকিতেও পারিনা
এই মোর দুরবস্থা ।।
তবু একই আশাতেই রই
একদিন তব সম্মুখে মেলিয়া
দেবো হৃদ বই।।
সেদিন বুঝিবা তব আমি কতটা ভলোবাসি
তব সহিত জীবন ভেলায় যাইব সেদিন ভাসি
সেদিন মুই হইব তব দাস আর তুমি মম দাসি
তব মুখে রাখিতে চাহি আজীবন ঔ হাসি।।
আমি তোমায় ভালোবাসি
শুধু তোমায় ভালোবাসি ।।

মন্তব্য করতে ক্লিক করুন