বহুদুরে এক নদীর পাড়ে
ছিল বড় এক বনরেখা
ছিল সেথা এক ছোট্ট পাখি
সহজে মেলেনা দেখা।।
পাখিটা চাহিত উড়িতে আকাশে
কিন্তু সে পারিতোনা
এই নিয়ে ছিল তাহার মনে
অপার আকুল বেদনা।।
উড়িতে হইলে খাটিতে হইবে
তাহা সে পাখি বোঝেনা
মনে মনে কয় উড়িব উড়িব
কিন্তু কাজে কিছুই করেনা।।
এভবেই অলসতায় কাটিয়া গেল বহু দিন
ছোট্ট পাখির মা বাবা দেখিল সে তো বড়ই উদাসীন।।
তাহারাও অনেক চেষ্টা করিল
হইলোনা কোনো লাভ
এদিকে একটু দুরেই গর্তে
থাকতো একটা সাপ।।
অবুঝ পাখিটা নির্বোধতায় সাপেরসাথে করিল সন্ধি
এভাবেই সে হয়ে গেল এক তিক্ষ্ণ জালেতে বন্দী।।
একদিন তার বন্ধু সাপ তাহারেই মারিল থাবা
পাখিটি চিৎকার করিল ও মাগো ও-বাবা!
ছোট্ট পাখির উড়িবার সাধ পূর্ন হোলোনা আর
বাবা-মা তাহার এহেন দশায় করিলেন হাহাকার।।

মন্তব্য করতে ক্লিক করুন